ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন রাজশাহী ও নাটোরের ১৮ মেয়রসহ ১৭৩ কাউন্সিলর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
শপথ নিলেন রাজশাহী ও নাটোরের ১৮ মেয়রসহ ১৭৩ কাউন্সিলর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী ও নাটোরের মোট ১৯টি পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বর্তমান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, নবনির্বাচিত সবাই শপথ নিলেও রাজশাহীর তানোর পৌর মেয়র মিজানুর রহমানকে আটক করায় তিনি শপথ গ্রহণ করতে পারেননি। এছাড়া রাজশাহী ও নাটোরের বাকি ১৮টি পৌরসভার মেয়র শপথ নিয়েছেন।

তবে একজন কাউন্সিলরও শপথ নিতে পারেননি। শপথগ্রহণকারীদের মধ্যে রাজশাহীর ১২ ও নাটোরের ৬ মেয়র ছিলেন বলে জানান আমিনুল ইসলাম।

এদিকে, শপথ গ্রহণ শেষে বিকেলে রাজশাহীর পুঠিয়া পৌরসভার  মেয়র বিএনপি নেতা আসাদুল হক আসাদকেও শিল্পকলা একাডেমির সামনে থেকে নাশকতার মামলায় আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।