সিরাজগঞ্জ: নদী ভাঙন থেকে সিরাজগঞ্জকে রক্ষা করে যমুনার তীরে পর্যটন কেন্দ্র স্থাপন ও প্রস্তাবিত বিসিক শিল্পপার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে চার মন্ত্রী এক প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিরাজগঞ্জে আসছেন।
নদীভাঙন কবলিত অবহেলিত সিরাজগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত শিল্পপার্ক ও ইকোনমিক জোন স্থাপনে কার্যকরী পদক্ষেপ এবং নদীভাঙন রোধে নির্মাণাধীন ক্রসবার বাঁধ পরিদর্শন করবেন মন্ত্রীরা।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকার ইকোপার্ক এলাকা পরিদর্শন করবেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাদের সঙ্গে যোগ দেবেন। এরপর দুপুর ১২টার দিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন একই এলাকায় প্রস্তাবিত বিসিক শিল্পপার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করবেন।
দুপুরের দিকে যমুনার ভাঙন ঠেকাতে নির্মাণাধীন ক্রসবার বাঁধ পরিদর্শন শেষে হার্ডপয়েন্ট এলাকায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রীবৃন্দ। বিকেলে কাজিপুরে নদীতীর রক্ষা বাঁধ নির্মাণকাজ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দেবেন তারা।
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় শিল্পপার্ক নির্মাণের সার্বিক অবস্থা পরিদর্শনে আসছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শহরের হার্ডপয়েন্ট এলাকা ও বঙ্গবন্ধু ইকোপার্ককে পর্যটনের আওতায় আনতে আসছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এছাড়া নদী ভাঙন থেকে সিরাজগঞ্জ ও কাজিপুরকে রক্ষায় নেওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ/