ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে চার কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
নারায়ণগঞ্জে চার কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জে চারটি শিল্প কারখানাকে ১৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

কারখানা মালিকদের সদর দফতরে তলব করে বুধবার (২০ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমান শুনানি শেষে এ দণ্ডাদেশ দেন।



ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অপরাধে রূপগঞ্জ উপজেলার ক্রিয়েটিভ পেপার মিলস লিমিটেডকে ৭ লাখ টাকা, একই অপরাধে উপজেলার মেসার্স নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে ৩০ হাজার টাকা, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সেহাচর এলাকার চাঁদ ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানাকে ২ লাখ ও ফতুল্লার কুতুবপুর এলাকার কদম রসূল ডাইং কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।