নেত্রকোনা: নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার (২১ জানুয়ারি)।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে টানা ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, লাইব্রেরি-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক, বিনোদন-খেলাধুলা সম্পাদক, সদস্য, অডিটরসহ সাতটি পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে সভাপতি পদে অ্যাডভোকেট গোলজার হোসেন খান, লিয়াকত আলী খান, সিতাংশু বিকাশ আচার্য্য ভোটে অংশ নিচ্ছেন।
আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন আমিনুল হক খান মুকুল ও মাজহারুল হক খান।
আজহারুল ইসলাম খান ও মোজাম্মেল হোসেন মীরধা নির্বাচন করছেন যুগ্ম-সম্পাদক পদে। লাইব্রেরি-সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে ভোটে দাঁড়িয়েছেন আব্দুল মতিন মৃধা ও মো. আবুল মনসুর।
বিনোদন-খেলাধুলা সম্পাদক পদে গাজী মাসুদা বেগম ও শরিফুল ইসলাম, সদস্য পদে এখলাছুর রহমান খান, এমএ মজিদ, মোহাম্মদ এনামুল হক মুর্শেদ বেগ, তরুণ কমল বিশ্বাস, মনোয়ারুল হক, মোশারফ হোসেন তমাল, শামীম আহম্মেদ, সুলতান উদ্দিন ভূঁইয়া এবং অডিটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রাশিদ ও নিরঞ্জন চন্দ্র সরকার।
নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সহ-সভাপতি পদে কোনো প্রার্থী না থাকায় আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির ২৭৬ ভোটার সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন অ্যাডভোকেট নূরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ/