বেনাপোল(যশোর): বেনাপোল রেলস্টেশনের পাশে একটি মার্কেটের ছাউনির নিচে গভীর রাতে ছেঁড়া কাপড় শরীরে জড়িয়ে মাথা গুঁজে বসে ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। কাছে গিয়ে ডাক দিলেও কোনো সাড়া মিললো না।
বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম বেনাপোলের রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে শুয়ে রাত কাটানো অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষের মাঝে সরকারি কম্বল বিতরণের সময় এ দৃশ্য চোখে পড়ে।
কনকনে শীতে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালের পাশে খোলা আকাশের নিচে খালি গায়ে রাত পার করছিলেন আর এক যুবক। এসময় তার গায়ে কম্বল জড়িয়ে দিলে তার আনন্দ দেখে মনে হয় এত খুশি তিনি আগে কখনো হননি।
সারাদেশ জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঘন কুয়াশার মধ্যে সুর্যের মুখ দেখা যায়নি। এতে অসহায় গরীব মানুষ পড়েছে নানা দূর্ভোগে। তীব্র শীতে তাদের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি