জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আয়নাল হোসেন রানা (২৮) নামে এক আসামি আহত হয়েছেন।
আয়নালকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আয়নাল হোসেন উপজেলার মহাজন কলোনির আবুল হোসেনের ছেলে ও ৫টি মাদক মামলার আসামি। এছাড়াও তিনি একটি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত।
পাঁচবিবি থানা পুলিশ জানায়, ভোরে একটি শ্যালোইঞ্জিন চালিত ভটভটিতে আলুর বস্তাসহ অস্ত্র ও গাঁজা নিয়ে আয়নাল হোসেন রানা ও তার লোকজন কামদিয়া থেকে পাঁচবিবির উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল তাদের আটকানোর চেষ্টা করে।
এ সময় তারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালায়। এতে আয়নাল হোসেন রানার বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হলেও অন্যরা পালিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, আয়নাল ও তার লোকজনের হামলায় পুলিশের এক এএসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি/