গাজীপুর: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে শ্রীপুর ও কালীগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুর রহমান বাংলানিউজকে জানান, সকালে শ্রীপুর উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় প্রভাতী বনশ্রী পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
এদিকে, সকাল ৮টার দিকে কালীগঞ্জের বড়নগর এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি অটোরিক্সা খাদে পড়ে আহত হয়েছেন চালকসহ তিনজন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জেসমিন আরা জানান, গুরুতর আহত অটোরিক্সার চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
অপর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘন্টা, জানুয়ারি ২১, ২০১৬
রাজীব/জেডএফ/আরএইচ