নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে বাল্যবিয়ে দেওয়ায় নিকাহ রেজিস্ট্রার রুহুল্লাকে ২০ হাজার এবং কনের বাবা রেজাউল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে ইতনা ইউনিয়নের পারলংকারচর গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী সোহেলীর সঙ্গে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোপালপুর গ্রামের সাহাদত মোল্যার ছেলে স্বপন মোল্যার বিয়ে সম্পন্ন হয়। ইতনা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার রুহুল্লা এ বিয়ে পড়ান।
ওই দিন বিয়ের আগে বিষয়টি স্থানীয় সাংবাদিকরা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করেন।
এ বিষয়ে লোহাগড়া ইউএনও সেলিম রেজা বলেন, বাল্যবিয়ে বন্ধের বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মোবাইল ফোনে জানিয়েছি। চেয়ারম্যান এ বিয়ে বন্ধ করেছেন বলে আমাকে জানিয়েছেন। পরে জানতে পারলাম মেয়েটির বিয়ে বন্ধ হয়নি ওই দিনেই পরে তাকে বিয়ে দেওয়া হয়েছে। তাই মেয়ের বাবা ও নিকাহ রেজিস্ট্রারকে এ জরিমানা করা হয়েছে।
এদিকে, ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহানুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএ