সিলেট: সিলেট নগরীর উপশহরে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর উপশহর বি-ব্লকের মসজিদ মার্কেটে আল বারাকা টেলিকম নামক দোকানে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপশহর সোনারপাড়ার বাসিন্দা ছাত্রলীগ পরিচয়ধারী জাকারিয়া মাহমুদের নেতৃত্বে তার লোকজন আল বারাকা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করে। না দেওয়ায় তারা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ঘটনার প্রতিবাদে উপশহর শিবগঞ্জ সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা সড়ক অবরোধ করবেন বলে জানান।
উপশহর পিয়ানতি স্টোরের জাহাঙ্গীর হোসেন জানান, ছাত্রলীগ কর্মী পরিচয়ধারী জাকারিয়া মাহমুদ ও তার লোকজন প্রায় বছর খানেক ধরে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না পেয়ে রোববার তারা হামলা করে।
সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে হামলাকারীদের কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এনইউ/জেডএস