ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে ১৪ জন মোটরসাইকেল চালকের জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ধুনটে ১৪ জন মোটরসাইকেল চালকের জরিমানা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন মোটরসাইকেল চালককে দুইশ’ টাকা করে মোট দুই হাজার আটশ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ধুনট শহরের হাসপাতাল মোড় ও বড়িয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান।



দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাফিউল ইসলাম, নুর ইসলাম, আব্দুল হামিদ, মেহেদি হাসান, আব্দুল মান্নান, জুয়েল রানা, শিমুল আহম্মেদ, আতাউর রহমান, সোহেল রানা, মাহাবুবুল আলম, বাবু মিয়া, নুরুল ইসলাম, আসাদুজ্জামান ও ওমর ফারুক নামে ১৪ জন মোটরসাইকেল চালককে দুইশ’ টাকা করে জরিমানা করেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দণ্ডপ্রাপ্তরা ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এ কারণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ত‍াদের মোট দুই হাজার আটশ’ টাকা জরিমানা করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।