ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবীরের মালিকানাধীন জমি ও বাসা জোরপূর্বক স্থানীয় শ্রমিক ইউনিয়ন দখল নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) সকালে দখলকৃত জমি ও বাসার পূর্ব পাশে দেয়াল নির্মাণ করে স্থায়ীভাবে দখল নিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতারা।

এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

জানা যায়, ব্যবসায়ী হুমায়ুন কবীরের মালিকানাধীন জমি ও বাসাটি উপজেলা জাকের পার্টির অফিস ছিল। সম্প্রতি ওই অফিস বন্ধ থাকার সুযোগে শনিবার ওই জমি ও বাসার দখল নেয় ঈশ্বরগঞ্জ উপজেলার মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন।

দুপুরে স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন কবীর অভিযোগ করেন, উপজেলা জাকের পার্টির অফিস বন্ধ থাকার সুযোগে শ্রমিক নেতারা অন্যায়ভাবে জোরপূর্বক আমার জমি ও অফিস দখল নিয়েছে।  

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় একটি জিডি দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।