ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুদ্ধবিমান কিনবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
যুদ্ধবিমান কিনবে সরকার

জাতীয় সংসদ ভবন থেকে: ফোর্সেস গোল-২০৩০ অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের বেশ কয়েকটি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
 
রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের নবম অধিবেশনে লক্ষীপুর-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবদল্লাহর প্রশ্নে সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ একথা জানান।


 
সৈয়দ আশরাফুল ইসলাম জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকল্পে ফোর্সেস গোল-২০৩০ অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে বেশকয়েকটি যুদ্ধবিমান মিডিয়াম রেঞ্জ ফিক্সড উইং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেলিকপ্টার ট্রেইনার ও মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ) কেনার পরিকল্পনা সরকারের রয়েছে।
 
** অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি ফের মালিককে ফেরতের সুযোগ নেই

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।