রাজশাহী: রাজশাহীতে মেলার অনুমতি না দিতে মহানগরীতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার ৫টি সংগঠন।
রোববার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঘণ্টাব্যাপী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে ফজলে হোসেন বাদশা বলেন, প্রতি বছর মেলার নামে জুয়া ও নানা অশ্লীলতা হয় এ মেলায়। প্রশাসনকে এই মেলা বন্ধ করতে হবে।
সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘যারা এইচএসসি পরীক্ষার আগে এই মেলার অনুমতি দিয়েছেন, তারা সরকারের বিরুদ্ধে কাজ করেছেন। রাজশাহীবাসী প্রশাসনের কাছে জানতে চায় প্রশাসন সরকারের নির্দেশকে মানছে কিনা?’
বাদশা বলেন, ‘আমরা একদিকে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে দীক্ষিত করার কাজ করছি, আর আমাদের চোখের সামনে দুষ্কৃতিকারীরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে- তা মেনে নেওয়া যায় না। ’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে রাজনীতির নামে দুর্বৃত্তয়ান চালু হয়েছে। একটা ভয়ের সংস্কৃতি চলছে। মানুষকে ভয় দেখানো একটা টার্ম হয়ে দাঁড়িয়েছে। আমরা ভয়ের সংস্কৃতি ভেঙে ফেলতে চাই এবং আমরা সাহস ও অন্যায়ের প্রতিকারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। ’
তিনি উল্লেখ করে বলেন, ‘আমাদের এই মানববন্ধন অন্যায়ের প্রতিবাদে, আগামীতে সব অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর প্রেরণা যোগাবে। কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাবো না। ’
এ সময় ফজলে হোসেন বাদশা তার বক্তব্যে রাজশাহীতে মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধ এবং সেই মেলার অনুমতি না দেওয়ার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- ভাষা সৈনিক আবুল হোসেন, রাজশাহী শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, মহানগর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত কুমার সাহা প্রমুখ।
মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন রাজশাহী বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান।
এছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর, জেলা ও রাবি শাখা, রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযুদ্ধ পাঠাগার, বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশন, ছাত্রমৈত্রী মহানগর, জেলা ও রাবি শাখা, লোক সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এই মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএস/বিএস