শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আবু সুফিয়ান (সুমন) নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সগীর হোসেন এ আদেশ দেন।
চিকিৎসা সনদ না থাকায় তাকে এ জরিমানা করা হয়। এছাড়া, জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভুয়া চিকিৎসক আবু সুফিয়ান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ নগর গ্রামের মকবুল মিয়ার ছেলে।
তিনি বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু অসাধু লোকের সহায়তায় গোসাইহার উপজেলার ডাকবাংলোয় ১ হাজার টাকা ফি নিয়ে রোগী দেখে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মসিউর রহমান, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন, শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শেখ মোহাম্মদ মোস্তফা, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হাফিজুর রহমান, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর জাকির হোসেন, গোসাইরহাট উপজেলা কার্যালয়ের পেশকার স্বপন পাহাড় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমজেড