পঞ্চগড়: পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে একটি চাইনিজ রেস্টুরেন্টসহ সাতটি খাবারের দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে পঞ্চগড় বাজারের আমন্ত্রণ বেকারিকে ৩০ হাজার, জেসমিন বেকারিকে ২০ হাজার, চাইনিজ রেস্টুরেন্ট শীতলকে তিন হাজার, করতোয়া হোটেলকে দুই হাজার, মায়ের দোয়া হোটেলকে দুই হাজার, রাণী হোটেলকে এক হাজার ও জেনিফার ফুড ভ্যালিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বাংলানিউজকে জানান, ভোক্তাদের অধিকার হরণ করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএ