নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার ডাকালীগঞ্জ বাজারে আলু বোঝাই ট্রাক উল্টে শরিফা বেগম (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে শৌলমারী-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শরিফা একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শৌলমারী ইউনিয়নের কাজীপাড়া থেকে আলু নিয়ে আরিফুল এন্টারপ্রাইজের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-০৮৬২) জলঢাকা শহরের দিকে যাচ্ছিল। পথে ডাকালীগঞ্জ বাজারের কাছে শরিফা ও সাগর রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রাকচালক তাদের বাঁচাতে ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শরিফার মৃত্যু হয়। এতে আহত হয় সাগর।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা শিশুটিকে উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, দুর্ঘটনার পর চালক এবং হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসআই