ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখার সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখার সুপারিশ

ঢাকা: বহুল আলোচিত রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময় দেশের নিরাপত্তা ও স্বার্থের বিষয় বিবেচনা করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ প্রকল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে স্পর্শকাতর এ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

  
 
বোরবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আয়েন উদ্দিন, নুরুল ইসলাম মিলন এবং হাজেরা খাতুন অংশ নেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশ নেন।
 
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তার অধীনস্থ দফতর, অধিদফতর ও পরিদফতরের অধীনে চলমান প্রকল্প ও কর্মসূচীর অগ্রগতির বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ১৬টি প্রকল্প চলমান আছে।

প্রকল্পগুলোর কাজের মেয়াদ আগামী বছর পর্যন্ত। মন্ত্রণালয় থেকে প্রকল্পগুলোর কাজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করার সুপারিশ করেছে কমিটি।
 
এছাড়া বৈঠকে দেশের বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সমুদ্র বিজ্ঞান বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা এবং যেসব প্রতিষ্ঠান সমুদ্র বিজ্ঞান গবেষণার সঙ্গে জড়িত সেসব প্রতিষ্ঠানকে বিজ্ঞান গবেষণা ও পর্যবেক্ষণে সহায়তা প্রদানের সুপারিশ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।