ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কবি রফিক আজাদের শারীরিক অবস্থা স্থিতিশীল

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
কবি রফিক আজাদের শারীরিক অবস্থা স্থিতিশীল কবি রফিক আজাদ / ফাইল ফটো

ঢাকা: ‘মাঝেমধ্যে ‍আমি যখন তাকে ডাকি, তখন চোখ মেলে তাকায়। কোনো কথা বলে না।



বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) কেবিন ব্লকের সাত তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) এক নম্বর ওয়ার্ডের বেডে শুয়ে রয়েছেন কবি রফিক আজাদ। যিনি ‘ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো’ লিখেছিলেন, তার তো এভাবে শুয়ে থাকার কথা নয়!

কিন্তু তার শুয়ে থাকার খবর এভাবেই জানালেন আইসিইউয়ের সামনে অপেক্ষারত কবিপত্নী ডা. দিলারা হাফিজ। মায়ের সঙ্গে রয়েছেন ছেলে অভয় আজাদ। তিনি আজই কানাডা থেকে এসেছেন।

আসার কারণ, ব্রেইন স্ট্রোকের কারণে গত ১৫ জানুয়ারি থেকে  এ হাসাপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন কবি।

তার চিকিৎসার বর্তমান অবস্থা নিয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভুইয়া জানান, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. কণক কান্তি বড়ুয়াকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ডা. কণক কান্তি বড়ুয়া বলেন, তার অবস্থা উন্নতির দিকেও নয়, অবনতির দিকেও নয়- স্থিতিশীল। তার অনেক সমস্যা। একইসঙ্গে ডায়াবেটিস, ব্লাডপেশার, ফুসফুস ও হার্টে সমস্যা। এখন আবার কিডনির সমস্যা দেখা দিয়েছে।

এই নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালের সব বিভাগের চেয়ারম্যানদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, কবিপত্নী মুক্তিযোদ্ধা এ কবির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এজেডএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।