ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তারুণ্যই ওদের অহঙ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
তারুণ্যই ওদের অহঙ্কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: তারুণ্যই ওদের অহঙ্কার। ওরাই আগামীর ভবিষ্যৎ।

মেধা ও বুদ্ধি দিয়ে ওরাই একদিন জয় করবে বিশ্বকে। জাতিকে শোনাবে ‍মুক্তির জয়গান। ওরাই একদিন দেশকে দেবে নেতৃত্বে। ওদের নেতৃত্বেই জাতি খুঁজে পাবে সঠিক পথ।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় এ কথা বলেন বক্তারা।

কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) ও কলেজের গভর্নিং বডির সভাপতি আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি কাওছারিন খাতুন, আশরাফ আলী মন্ডল, কামরুন্নাহার বেগম, প্রভাষক মোস্তাকিম হোসাইন, আব্দুল করিম, ইয়াসমিন সুলতানা, কুদরত-ই-খোদা, জাকারিয়া আলম, ফেরদৌস আলম, মাওলানা আবু তাহের।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। এর আগে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ