ফেনী: ফেনীতে মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি ) রাতে ফেনী শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।
উৎসবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে জনসাধারণকে মানবাধিকার বিষয়ে সচেতন করেন।
সংগঠনের অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়্যারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ সাইদুল হক সাইদ।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের মানবাধিকার বজায় রাখতে সে দেশের সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংস্কৃতির মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন করে তোলা সম্ভব।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআর