ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুতুববাগ শরীফের ওরছ শুরু ২৮ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
কুতুববাগ শরীফের ওরছ শুরু ২৮ জানুয়ারি ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৮-২৯ জানুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) রাজধানীর ফার্মগেটস্থ আনোয়ারা উদ্যানে কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতেমা।
 
সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে দরবারের খাদেম মীর্জা মাহবুব সুলতান এ তথ্য জানান।


 
মাহবুব বলেন, ২৯ জানুয়ারি শুক্রবার বাদজুমা দেশি-বিদেশি লাখো ভক্ত-জাকেরদের উপস্থিতিতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দু’দিনব্যাপী ওরছ।
 
দেশ ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ কামনায় মোনাজাত করবেন দরবারের শরীফের পীর আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী।
 
মাহবুব আরও বলেন, ‘সূফীবাদই শান্তির পথ-কুতুববাগীর’ এ শ্লোগানে প্রতিবছরের মতো এবারও মহাপবিত্র ওরছে দেশ-বিদেশের লাখো আশেকান অংশ নেবেন।
 
আনোয়ারা উদ্যানে আশেকানদের ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। পুরুষদের পাশাপাশি থাকবে নারীদের পর্দা রক্ষায় আলাদা ব্যবস্থা।
 
দু’দিনের ওরছ শরীফে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামরা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত বিষয়ে আলোচনা করবেন।
 
এছাড়া মিলাদ, কেয়াম, জিকির-আজকার, ধ্যান-মোরাকাবা-মোশাহাদা, ওয়াজ-নসিহত থাকবে। কুতুববাগী সব মানুষকে ওরছ শরীফে যোগদানের আহ্বান জানিয়েছেন।
 
দরবারের খাদেম ও সাংবাদিক রাহাত খান বলেন, মানুষ মাত্রই আধ্যাত্মিক। কেউ আত্ম অনুসন্ধান করে, কেউ করে না। কুতুববাগী দরবার আত্মশুদ্ধির জায়গা।
 
নিজকে আবিষ্কার করতে কুতুববাগী বাবার দরবারে আয়োজিত দু’দিনব্যাপী এ ওরছে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান রাহাত খান।
 
সংবাদ সম্মেলনে দরবারের খাদেম কবি ও সাংবাদিক নাসির আহমেদ, সাংবাদিক খালেদ ফারুকী, দরবার শরীফের ওলামা মিশনের প্রধান মাওলানা মুফতি গোলাম আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরইউ/এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।