বরিশাল: বরিশালে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৫ জানুয়ারি)সকাল ১১টায় নগরীর সদররোডের অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক ড.গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর. মু. জিয়াউল হক।
সেখানে আরও বক্তব্য রাখেন, হাতেম আলী কলেজের অধ্যক্ষ সচিন কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনেয়ারা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় ই-সার্ভিস ও ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়। মেলায় ৪টি প্যাভেলিয়নে ৩০টি স্টল স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
পিসি/