রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন ফুলচাঁন বেগম নামে এক নারীর জমি দখলে নিতে বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তারা ওই নারীকে মারধর করে নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল লুটে নিয়ে গেছে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার হাটাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী ওই এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটাব এলাকার ফুলচাঁন বেগম পৈত্রিক সূত্রে পাওয়া পাঁচ শতাংশ জমিতে বসতঘর নির্মাণ করে দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। কয়েক বছর আগে তার স্বামী মারা যাওয়ায় তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। দীর্ঘদিন ধরে ওই জমি দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছেন একই এলাকার প্রতিপক্ষ বেলায়েত হোসেনসহ তার লোকজন।
সোমবার দুপুর ২টার দিকে বেলায়েত হোসেনের নেতৃত্বে তার লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফুলচাঁন বেগমের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে তারা টিনের তৈরি দু’টি বসতঘর ভেঙে গুড়িয়ে দেয়।
প্রতিবাদ করতে গেলে ফুলচাঁন বেগমকে মারধর করে তারা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএ