ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তরুণীর শ্লীলতাহানির প্রতিবাদে নর্দ্দায় গারো আদিবাসীদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
তরুণীর শ্লীলতাহানির প্রতিবাদে নর্দ্দায় গারো আদিবাসীদের বিক্ষোভ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গারো আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে রাজধানীর নর্দ্দায় রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছে আদিবাসী গারো সম্প্রদায়ের বিক্ষুব্ধ অধিবাসীরা।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে নর্দ্দার প্রগতি সরণিতে এ বিক্ষোভ দেখানো হয়।

পরে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। রাস্তার এক পাশ বন্ধ করে রাখায় এ সময় নর্দ্দা মোড়ে সৃষ্টি হয় যানজট।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর সভাপতি অলিক ম্রি এ ব্যাপারে বাংলানিউজকে জানান, রোববার রাতে রাজধানীর উত্তরার আজমপুরে বাসায় ঢুকে আদিবাসী ওই গারো তরুণীকে (১৯) ধর্ষণের চেষ্টা চালায় স্থানীয় প্রভাবশালী আশরাফ দেওয়ান। ওই তরুণীর চিৎকারে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যায় অভিযুক্ত আশরাফ। ধস্তাধস্তিতে আহত হন ওই তরুণী। তিনি আজমপুরের স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতেন।

এর প্রতিবাদে সোমবার বিকেলে নর্দ্দা এলাকায় বসবাসরত আদিবাসী গারো সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে আসেন বলে জানান অলিক ম্রি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এডিএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।