ঢাকা: নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় সাময়িক বরখাস্ত হওয়া সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ননী গোপাল নাথের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ননী গোপাল হলমার্ক কেলেঙ্কারির চার্জশিটভুক্ত আসামি।
সোমবার (২৫ জানুয়ারি) কমিশন এ ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দিয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে। কমিশন সূত্র মামলা অনুমোদনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।
দুদক সূত্রে জানা যায়, ২০১২ সালে ননী গোপাল নাথের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব চেয়ে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়। কিন্তু নোটিশ গ্রহণ করা সত্ত্বেও তিনি কমিশনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল করেননি।
এতে কমিশন ননী গোপাল নাথের বিরুদ্ধে এ মামলার অনুমোদন দিয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।
দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান এ অভিযোগ অনুসন্ধান করেছেন। তিনি এ এ মামলায় বাদী হবেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এডিএ/টিআই