ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় শৈতপ্রবাহে জনজীবন বিপর্যন্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
গাইবান্ধায় শৈতপ্রবাহে জনজীবন বিপর্যন্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধায় কয়েকদিনের টানা শৈত্য প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে ট্রেন বাসসহ সব রকম যানবাহন দিনে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।

  

শীতবস্ত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা গরম কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে। শীতবস্ত্রের অভাবে অনেকে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।

এদিকে, জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে শীতজনিত সর্দি কাশি, হাপানি, পেটের পীড়া, কোল্ড ডায়রিয়া রোগীদের ভীড় লেগেই আছে।  

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন বাংলানিউজকে জানান, আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

অপরদিকে, ঠাণ্ডার কারণে কৃষকরা জমি চাষ বা ধানের চারা রোপণ করতে না পেরে চরম বিপাকে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।