ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সরকারবিরোধী আন্দোলনে বিজয় ছাড়া বিকল্প নেই’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
‘সরকারবিরোধী আন্দোলনে বিজয় ছাড়া বিকল্প নেই’ নজরুল ইসলাম খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারবিরোধী আন্দোলনে বিজয়ী হওয়া ছাড়া এখন আর বিকল্প কোনো পথ নেই। আর ছাত্রদলকেই এ আন্দোলন এগিয়ে নিতে হবে।



সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করতে পারলেই আরাফাত রহমান কোকোর হত্যার বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ১/১১ সরকার খালেদা জিয়াকে দুর্বল করতে তার দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করেছিলো। খালেদা জিয়ার সমর্থন না পেয়ে তারা তারেককে পঙ্গু করে দিয়েছে। কোকোকে গ্রেফতার করেও তারা চরম অত্যাচার করেছিলো। যার কারণেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ১/১১ সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকার কোকোকে গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে দৈহিক ও মানসিক নির্যাতন না করলে, হয়তো এভাবে তার অকালমৃত্যু হতো না।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, কোকোর মৃত্যুর পর তিনি জনগণকে দেখানোর জন্য গুলশান কার্যালয়ের সামনে গিয়েছিলেন। তিনি অফিসের ভেতরে যান নাই। তার যদি অফিসের ভেতরে যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে এসএসএফ ভিতরে গিয়ে নিরাপত্তার কাজ করতো। অথচ কোকো মৃত্যুর কয়েক দিনের মধ্যে খালেদা জিয়াকে বাস পোড়ানোর মামলায় আসামি করা হলো।    

তিনি বলেন, একাত্তরে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তারাই বেশি কষ্টে আছি। আমি মুক্তিযুদ্ধ করেছি, অথচ পার্টি অফিসের নিচে আমাকেও গুলি করা হয়েছে। এ সরকার মুক্তিযোদ্ধাদের গুলি করে, গণতন্ত্র হত্যা করে প্রমাণ করতে চায় তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার।
 
ছাত্রদলের সহ-সভাপতি এজমাল হোসেন পাইলটের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার। মিলাদ মাহফিলে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।