ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যক্তি পর্যায়ে করদাতা সাড়ে ১৭ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ব্যক্তি পর্যায়ে করদাতা সাড়ে ১৭ লাখ

জাতীয় সংসদ ভবন থেকে: দেশে ব্যক্তি পর্যায়ে ১৭ লাখ ৫১ হাজার ৫০৩ জন করদাতা রয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত সংসদ সদস্য হাজেরা খাতুনের প্রশ্নের জাবাবে তিনি এ তথ্য জানান।

 

নতুন করদাতা বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কর ফাঁকি রোধ ও নতুন করদাতার সংখ্যা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগ নিয়মিতভাবে অভ্যন্তরীণ ও বহিরাঙ্গণ জরিপ কার্যক্রম এবং স্পট অ্যাসেসমেন্ট চালিয়েছে।

জামালপুর-২ আসনের  সংসদ সদস্য মো. ফরিদুল হক খানের অপর এক প্রশ্নের জবাবে  অর্থমন্ত্রী বলেন, রাজস্ব বাড়াতে রাজস্ব সম্ভাবনাময় প্রত্যেক উপজেলায় কর অফিস করবে সরকার।

‘ইতোমধ্যে ৮৫টি উপজেলায় কর অফিস স্থাপন করা হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলোতেও পর্যায়কমে তা স্থাপন করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।