ঝিনাইদহ: নোংরা ও ভেজাল খাবার তৈরির দায়ে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, শহরের হামদহ এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরি হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সে সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সামিয়া বেকারিসহ পাঁচটি প্রতিষ্ঠানে ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএ