গাজীপুর: গাজীপুরের পূবাইলে বয়লার বিস্ফোরণের আগুনে ছয়জন নিহত হওয়ার ঘটনায় ওই টায়ার কারখানার মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ।
ঘটনার দু’দিন পর সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে জয়দেবপুর থানায় পূবাইল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. গোলাম সরোয়ার বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলায় কারখানার মালিক ওই এলাকার বসুগাঁও পশ্চিমপাড়ার মৃত ইছহাক হাওলাদারের ছেলে মো. ইমান উদ্দিন (৪৭) ছাড়া আরও দুইজনকে আসামি করা হয়েছে।
তারা হলেন- কারখানার ব্যবস্থাপক মো. শাহীন (৩৫) এবং জমির মালিক পূবাইলের বড় কয়ের এলাকার দুদু বেপারীর ছেলে বাছেদ বেপারী (৬৫)। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী এএসআই গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, আসামিদের পরিবারের কেউ-ই এককভাবে মামলা করতে চাননি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের পক্ষ থেকে এ মামলাটি করা হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি বিকেলে ওই টায়ার মেরামতের কারখানার বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়। দগ্ধ হন পথচারীসহ আরও কয়েক শ্রমিক।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমএ/