ময়মনসিংহ: ময়মনসিংহে ৫ দিনব্যাপী আঞ্চলিক এসএমই মেলা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) থেকে।
নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মেলা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয়ে সহায়তা করবে এ মেলা। এছাড়া উদ্যোক্তা ও ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন, পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্র ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণের সুযোগ সৃষ্টি করবে।
মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইনসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য প্রদর্শিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক ফাহিম বিন আছমত, রাহুল বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএম/