যশোর: যশোরে বোমা তৈরির সময় কোরবান আলী (২৪) নামে এক যুবকের দুই হাতের কব্জি উড়ে গেছে।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের বেজপাড়া-বুনোপাড়ায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কোরবান আলী শহরের বেজপাড়া বনানী রোড এলাকার গোলাম আলীর ছেলে। বর্তমানে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আসাদ নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে কোরবান আলীসহ কয়েকজন বেজপাড়া বুনোপাড়ার মল্লিকা রানীর ভাড়াবাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কোরবান আলীর দুই হাতের কব্জি উড়ে যায়। বোমা বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে গেলে কোরবান আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা কোরবান আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ গণি মিয়া বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমজেড