ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মাস্টাররোল শ্রমিক-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা।
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সোমবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে টেলিযোগাযোগ ভবনে বিটিসিএল চেয়ারম্যানের কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। ঢাকার বাইরে প্রতিটি আঞ্চলিক কার্যালয়ের সামনেও একই কর্মসূচি পালিত হয়।
বর্তমানে অস্থায়ী ভিত্তিতে ১ হাজার ৮৫৭ জন শ্রমিক-কর্মচারী নিয়োজিত রয়েছেন বলে বিটিসিএল’র মাস্টাররোল কর্মচারীদের সংগঠন মাস্টাররোল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। মাস্টাররোলে শ্রমিক-কর্মচারীরা প্রায় ১৮ থেকে ২০ বছর যাবৎ স্থায়ী নিয়োগের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচি পালনকালে বিটিসিএল’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেয়। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার কারণে তাদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর মাস্টাররোল শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দের সাথে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকে ১ হাজার ৮৫৭ জন কর্মচারীকে এক সপ্তাহের মধ্যে অগ্রানোগ্রাম স্থায়ী নিয়োগের আশ্বাস দিলেও এখনও তা বাস্তবায়িত হয়নি।
ঢাকায় মাস্টাররোল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি ফয়সাল আলম, কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম।
ডিজিটাল বাংলাদেশ গঠনে বিটিসিএল’র ভূমিকার কথা তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, বিটিসিএল’র রাজস্ব আয়ে যাদের ভূমিকা সবচেয়ে বেশি তারাই সবচেয়ে সুবিধা বঞ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি রাষ্ট্রীয় কোম্পানির অস্থায়ী-মাষ্টাররোল কর্মচারীদের স্থায়ীকরণ করা হয়েছে। অথচ বিটিসিএল কর্মচারীরা বঞ্চিত।
শ্রমিকেরা চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) সারাদেশে আঞ্চলিক কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
২৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় রমনা টেলিফোন ভবন (গুলিস্তান টেলিফোন এক্সচেঞ্জ) থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি রয়েছে।
আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিটিসিএল ও সরকার স্থায়ী নিয়োগের দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমআইএইচ/এমজেএফ