কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার তিন গ্রামে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যরচর গ্রাম, রাজাকাটা গ্রাম ও চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জুনায়েদ (১২), সোলেমান (১৭), আজিম (২), শাহীন (১৮), ইমরান (১৫), মানিক (২৫), কাইয়ুম (১৩) ও ইকবাল (১৫)। বাকি দু’জনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় তাদের মধ্যে পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় একটি শিয়াল শিমুলকান্দি ইউনিয়নের মধ্যরচর গ্রামে তিনজনকে কামড় দেয়। পরে এলাকাবাসী ধাওয়া দিলে শিয়ালটি পার্শ্ববর্তী রাজাকাটা ও চানপুর গ্রামের কয়েকজনকে কামড় দেয়। পরে, স্থানীয় বাসিন্দারা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বুলবুল আহম্মেদ বাংলানিউজকে বলেন, আহতরা শঙ্কামুক্ত আছে। ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমজেড