লক্ষ্মীপুর: ‘কর্মই জীবন’-শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে সাতদিন ব্যাপী ফুল চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির আহমেদ, রায়পুর মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রায়পুর মহিলা কলেজের হলরুমে ৩০ জন ছাত্রী ও বেকার যুবক এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমজেড