সাতক্ষীরা: সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মানসিকতা নয়, উন্নয়নের স্বার্থে সেবকের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
মঙ্গলবার(২৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় ইনোভেশন সার্কেলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
একই সঙ্গে ড. গওহর রিজভী সবার উদ্ভাবনী চিন্তা চেতনা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ভুপেন কুমার মণ্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী প্রমুখ।
সভায় খুলনা বিভাগের ১০টি জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী সাতক্ষীরার ভোমরা বন্দর পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি/