ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌযান শ্রমিকদের নিয়ে বৈঠকে নৌমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
নৌযান শ্রমিকদের নিয়ে বৈঠকে নৌমন্ত্রী নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান/ফাইল ফটো

ঢাকা: ধর্মঘটে করণীয় বিষয়ে আলোচনার জন্য নৌযান শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।



বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও ধর্মঘটের নেতৃত্বে থাকা শ্রমিক নেতারা উপস্থিত আছেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নৌযান ধর্মঘট সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতেই এ জরুরি বৈঠক। দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকেল ৩টায় শুরু হয় এ বৈঠক।

যাত্রী ও পণ্যবাহী নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দ‍াবিতে ২৭ জানুয়ারি থেকে লাগাত‍ার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসকেএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।