ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের অগ্রগতিতে রোল মডেল চীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বাংলাদেশের অগ্রগতিতে রোল মডেল চীন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বাংলাদেশের অগ্রগতিতে চীন ঘনিষ্ট অংশীদার এবং রোল মডেলের ভূমিকা পালন করছে। বাণিজ্যিক, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীনের সম্পর্ক গত ৪০ বছরে অনন্য উচ্চতায় পৌঁছেছে।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) সম্মেলন কক্ষে এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন।

বিআইআইএসএস-এর উদ্যোগে ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: অংশীদারিত্বের ৪০ বছর’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চীনের সঙ্গে যৌথভাবে সম্পন্ন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিআইআইএসএস-এর চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং।

অন্যদের মধ্যে দুই দেশের সাবেক ১১জন রাষ্ট্রদূত বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এইচআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।