বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে জোবায়ের হোসেন (১৯) নামে এক বখাটেকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জোবায়ের কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এর আগে পুলিশ জোবায়েরকে নিজ বাড়ি থেকে আটক করে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, জোবায়ের বছরখানেক ধরে ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে ওই ছাত্রীর বাড়ির পাশে দিঘীরপাড় এলাকায় অবস্থান নেয় সে। এরপর স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করতে থাকে। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জোবায়ের পালিয়ে যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় ছাত্রীর বাবা কসিম উদ্দিন বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ জোবায়েরকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/আরএম