গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে মর্চ নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাফর গ্রামে মর্চ নদীর তীরে এ কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ব্রীজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ প্রমাণিক, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, স্বাস্থ্যকর্মী মোশারফ হোসেন, শিক্ষক তোতা মিয়া, এবিএম শরিফ উদ্দিন, আনিছুর রহমান, সুনীল চন্দ্র, আ. মজিদ সরকার, আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, আ. জলিল ও জাহিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মর্চ নদীর উপর একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের। ব্রিজের অভাবে এলাকার সর্বস্তরের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। এটি নির্মিত হলে কিশোরগাড়ী ইউনিয়নের জাফর, মুংলিশপুর, গনকপাড়া, হাসানখোরসহ ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি