জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমান সরকার রাজধানীর দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারে বদ্ধ পরিকর। এরইমধ্যে দখল হওয়া ২৬টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এখন এসব খাল সংস্কারের কাজ চলছে। তাই এসব খাল ফের অবৈধ দখল হওয়ার আর সুযোগ নেই।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।
তিনি জানান, বর্তমান সরকারের প্রথম মেয়াদে ক্ষমতাগ্রহণের পর ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে থাকা ২৬টি খালের বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে এসব খালে পানি প্রবাহ সচল আছে।
‘ইতোমধ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের মাধ্যমে ১৩টি খালের উন্নয়ন কাজ করা হয়েছে। এরমধ্যে মহাখালী, বাউনিয়া, আব্দুল্লাহপুর মেইন খাল, আব্দুল্লাহপুর শাখা খাল, জিরানী খাল, শাহজাদপুর খাল, সুতিভোলা খাল, সেগুনবাগিচা খাল, শাহজাহানপুর খাল, খিলগাঁও-বাসাবো খাল, খিলগাঁও-বাসাবো আপস্ট্রিম খাল, কল্যাণপুর মেইন খাল, দ্বিগুন খালের উন্নয়ন কাজ করা হয়েছে। বর্তমানে উন্নয়ন কাজ সম্পন্ন হওয়া খালগুলো অবৈধ দখলের সুযোগ নেই। ’
তিনি বলেন, ঢাকা ওয়াসা রাজধানীর কল্যাণপুর খালসহ অন্যান্য খালে অবৈধ স্থাপনা ও দখল থেকে খাল উদ্ধার কার্যক্রম চালিয়েছে। ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে রূপনগর প্রধান খাল, দুয়ারিপাড়া খাল, কল্যাণপুর শাখা খাল ও কল্যাণপুর খ, ঘ এবং চ খাল, রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। পাশাপাশি কল্যাণপুর ও রামচন্দ্রপুর খালের পাড় বেঁধে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএম/এমএ