ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ঝিনাইদহে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ভেজাল, নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি এ অভিযান পরিচালনা করেন।



ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার বাংলানিউজকে জানান, শহরের আরাপপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরি হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এরপর জনতা হোটেলে ২ হাজার, তানিয়া হোটেলে ১০ হাজার ও মাহাবুব কনফেকশনারিতে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।