ঢাকা: স্ত্রীর দায়ের করা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট মো. আব্দুল হামিদ সরকারের (৪০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সালেহ উদ্দিন আহমেদ এ পরোয়ানা জারি করেন।
মামলাটির বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হান মোর্শেদ বাংলানিউজকে জানান, মামলাটির বিচার বিভাগীয় তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন।
গত বছরের ৩০ নভেম্বর আব্দুল হামিদের স্ত্রী স্বর্ণা মালিক পাখি (২০) মামলাটি দায়ের করেছিলেন। ওইদিন ট্রাইব্যুনাল মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী বিচার বিভাগীয় তদন্তে বাদীসহ ৩ জনের জবানবন্দি গ্রহণ করেন। তদন্তে আসামি আব্দুল হামিদ সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের কিছুদিন পর থেকেই আসামি ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে বাদিনীর ওপর নির্যাতন করেন। সর্বশেষ গত বছরের ১৪ সেপ্টেম্বর আসামি যৌতুকের দাবীতে বাদিনীকে নির্যাতন করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এমআই/এএসআর