ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ট্রাক্টর চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ট্রাক্টর চালক নিহত ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোকদহ কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত সিরাজুল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গোবিন্দগঞ্জগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৩২২২) বোকদহ কলোনি এলাকায় খড় বোঝাই একটি টাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর চালক সিরাজুল সড়কে ছিটকে পড়েন। এসময় পেছনে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।