ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত সাত বছরে আমরা ১৫ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি। ১ কোটি ১৪ লাখ সংযোগ দিতে পেরেছি।
বুধবার (০৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনকালে এসব তথ্য জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুতের অবস্থা খারাপ দেখি। বিদ্যুতের সমস্যা সমাধানে আমরা তখন কাজ শুরু করি। শুধু সরকারি খাতে নয়, আমরা বেসরকারি খাতেও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দিই।
স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপদান করে বিদ্যুৎ খাতে তার সরকার উল্লেখযোগ্য উন্নয়ন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
**বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এমইউএম/টিআই