ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অস্ত্রসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বান্দরবানে অস্ত্রসহ আটক ৫

বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। 

বান্দরবান: বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী।  

এসময় তাদের কাছ থেকে দেশি বন্দুক, দু’টি বন্দুকের বাট ও চাঁদা আদায়ের টোকেন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাতে রোয়াংছড়ি উপজেলার বাসস্ট্যান্ড এলাকা এবং থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের অনিল কারবারী পাড়ায় এ অভিযান চালানো হয়।  

আটক ব্যক্তিদের মধ্যে রোয়াংছড়ি উপজেলার পার্বত্য যুব সমিতির সদস্য পরান তঞ্চঙ্গ্যা (২৫) ও থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের অনিল কারবারী পাড়ার মিলন চাকমার (২৮) নাম জানা গেছে।  

সেনা সূত্র জানায়, রোয়াংছড়ি বাসস্ট্যান্ড থেকে বিকেলে পরান তঞ্চঙ্গ্যাকে অটক করা হয়। এছাড়া অনিল কারবারী পাড়া থেকে মিলন চাকমাকে আটক করে সেনাবাহিনী। পরে মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে থানচির ডিম পাহাড় এলাকার আবুয়া পাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় আরো তিনজনকে।  

বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটু) মেজর মেহেদী বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিরা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।