ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

রঙিন পৃথিবীর রঙিন আলো সব নারী থাকুক ভালো- এ স্লোগানকে সামনে রেখে ১০ ডিসেম্বর (বুধবার) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও: রঙিন পৃথিবীর রঙিন আলো সব নারী থাকুক ভালো- এ স্লোগানকে সামনে রেখে ১০ ডিসেম্বর (বুধবার) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন-মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোর্শেদ আলী, জেলা শিশু বিষয়ক পরিচালক জাবেদ আলী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালাসহ প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন নিবন্ধিত নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।