ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ভোলায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ

ভোলার মেঘনায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

ভোলা: ভোলার মেঘনায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

 

বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের মধ্যে ১১ লাখ মিটার কারেন্ট জাল, ৪৫ হাজার মিটার পাই জাল এবং ৩৫ হাজার মিটার চরঘেরা জাল রয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি কর্মকর্তা মোহাম্মদ করিম বাংলানিউজকে জানান, জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে ভোলা সদরের ভেদুরিয়া থেকে কোস্টগার্ডের কয়েকটি দল অভিযানে নামে। এসময় দক্ষিণ জোনের আওতাধীন ভোলা, বরিশাল ও পিরোজপুরের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে মোট ১১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ করে।

জব্দকৃত জাল ভোলা স্টেশনে এনে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ