ঝালকাঠি: ৮ ডিসেম্বর ঝালকাঠি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ বায়েজিদ।
একই দিন পাকিস্তানি হানাদার মুক্ত হয় নলছিটি। ৭ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাকার ক্যাম্পে আক্রমণ করে রাজাকারদের নিরস্ত্র করেন।
৮ ডিসেম্বর সকালে নলছিটি থানা আক্রমনের খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পুলিশ ও রাজাকার আলবদররা।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএস/পিসি