ঝিনাইদহ: ঝিনাইদহ ব্রান্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্ষন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
বিশেষ অতিথি ছিলেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রোগ্রামের যুগ্ম-সচিব ড. আব্দুল মান্নান ও উপসচিব মামুনুর রশীদ।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী, সাংবাদিক এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলার মিষ্টি পান, পেয়ারা, কলাকে ব্রান্ডিং করা যেতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/